চট্টগ্রাম মেরিন একাডেমিতে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২

Posted on

বাংলাদেশ সরকার মেরিন একাডেমি ২০২২ নিয়োগ প্রকাশ করেছে। যে কোন চাকুরীর খবর প্রকাশের সঙ্গে আমাদের এই পেজে আপলোড হয়ে থাকে। ফলে আপনি মুহূর্তের মধ্যে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। সকল জেলার নারী-পুরুষ আবেদন করতে পারবেন।

কিছু উল্লেখযোগ্য হল আবেদন প্রক্রিয়া, আবেদন শুরুর তারিখ, আবেদনের শেষ তারিখ, আবেদনের যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, অফিসিয়াল বিজ্ঞপ্তি, আবেদনের লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইট ইত্যাদি এখানে মেরিন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন করুন। মেরিন একাডেমিতে আবেদন করার আগে আপনার সমস্ত ডেটা পুনরায় পরীক্ষা করুন।

 

চট্টগ্রাম মেরিন একাডেমিতে নিয়ােগ বিজ্ঞপ্তি

পদের নাম সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ।
অন্যান্য যোগ্যতা সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।
পদের নাম স্কালিয়ান
পদ সংখ্যা ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ।
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের নিয়মাবলী

মেরিন একাডেমির ওয়েবসাইট www.macademy.gov.bd থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম এর বরাবরে আবেদন করে আগামী ২৮.০২.২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। ১নং পদের ক্ষেত্রে ১০০/- (একশত) টাকা ও ২ নং পদের ক্ষেত্রে ৫০/- (পঞ্চাশ) টাকা কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন।

একাডেমি, চট্টগ্রামের অনুকূলে সােনালী ব্যাংক লি:বাংলাদেশ ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে কোড নং ১-৫২৩৬-০০০১-২৬৮১ তে জমা করে চালানের মূল কপি আবেদনের সাথে জমা দিতে হবে। আবেদনপত্র প্রেরণের খামের উপরের অংশে আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। ২৮.০২.২০২২ তারিখে বয়সসীমাঃ ১৮ হতে ৩০ বছর।

বয়স ও শর্তাবলী

মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি আবেদন পত্রের সাথে দিতে হবে। সকল জেলার মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র কন্যা, এতিমখানার নিবাসী, প্রতিবন্ধী, মহিলা, উপজাতীয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আবেদন করতে পারবেন (এক্ষেত্রে যথাযথ সনদ দাখিল করবেন)

আরও দেখুন…..

আবেদনপত্রের সাথে সদ্য তােলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (নূন্যতম ০৯ গ্রেড গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত এবং নামসহ সীল মোহরযুক্ত হতে হবে) এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধ সনদের অনুলিপি অবশ্যই আবেদন পত্রের সাথে সংযােজিত করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কমিশনার।

কর্তৃক স্থায়ী নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যােগ্যতা, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধ এবং অভিজ্ঞতাসহ সকল সনদ পত্রের মূল কপি ও নূন্যতম ০৯ গ্রেড গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ (নামযুক্ত সীলমােহরসহ) দাখিল করতে হবে।

চট্টগ্রাম মেরিন একাডেমিতে নিয়ােগ বিজ্ঞপ্তি

পরীক্ষার সময়

০১ (এক) টি ৯”X8” ইঞ্চি ফেরত খামে অবশ্যই ১০/- (দশ) টাকার ডাক টিকিটসহ প্রার্থীর বর্তমান ঠিকানা অথবা যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে ইচ্ছুক, তা উল্লেখ পূর্বক আবেদন পত্রের সাথে প্রেরণ করতে হবে। আবেদনকারীর নিকট আত্নীয় (বাবা, মা, ভাই ও অবিবাহিত বােন), মেরিন একাডেমিতে চাকুরী করলে তার বিস্তারিত বিবরণ আবেদনকারীর স্বাক্ষরসহ অঙ্গীকারনামা সঙ্গে দিতে হবে।

অঙ্গীকারনামা ফরমটি www.macademy.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। অসম্পূর্ণ ও ক্রটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৪ অক্টোবর ২০১৮ তারিখের বিধি-বিধান ও সরকারি অন্যান্য বিধি বিধান অনুসরণ করা হবে। সরকারী, আধা-সরকারী এবং স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে স্ব স্ব কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।

এ নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ দরখাস্তকারীর সাক্ষাৎকার নিতে কিংবা প্রার্থীত পদে নিয়ােগ প্রদান করতে বাধ্য নয়। নিয়ােগের ক্ষেত্রে কোন ব্যক্তি যদি টাকা লেনদেন করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। চাকুরির জন্য কোন সুপারিশ গ্রহণযােগ্য হবে না।

বিঃদ্রঃ কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত গ্রহন করতে পারবে।  

বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন…..

sahUvEW (2)

Gravatar Image
Jobs Time is the Most popular Bangladeshi Job Circular Publishing Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *