কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় নিয়োগ ২০২২

Posted on

প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভাগে ডিফেন্স-ফাইন্যান্স-ডিপার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভাগ। ডিফেন্স-ফাইন্যান্স-ডিপার ২০২২ এই নিয়োগে ০২ টি পদে মোট ৫৪ জনকে নিয়োগ দিবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভাগ। প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভাগ এই নতুন ডিফেন্স-ফাইন্যান্স-ডিপার পদের নাম, পদের সংখ্যা, ও শিক্ষাগত যোগ্যতা সহ সকল তথ্যের বিস্তারিত আলোচনা নিচে বর্ননা করা হলো।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর-২৩.০০.০০০০.০২০.১১.০৪৬.২০-২০৭, তারিখঃ ১৫/০৭/২০২১ খ্রিঃ এর মাধ্যমে শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রাপ্তির পরিপ্রেক্ষিতে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এর রাজস্ব খাতভূক্ত জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৬তম গ্রেডভুক্ত (টাকা ৯৩০০-২২৪৯০/-) নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জল নিয়ােগের নিমিত্ত পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যােগ্যতা এবং নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়

পদের নাম
জুনিয়র অডিটর (এলডিএ-কাম-টাইপিস্ট)
পদের সংখ্যা ৫৩ টি।
শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
পদের নাম
টেলিফোন অপারেটর
পদের সংখ্যা ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

নিম্নবর্ণিত শর্তাবলী

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ ১। আবেদনের তারিখ অর্থাৎ ২০/০২/২০২২ খ্রিঃ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা

সকল প্রার্থীর (মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) ক্ষেত্রে ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৮-৩২ বছর। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে ১৮-৩০ বছর।

বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। সরাসরি নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশােধন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ০৪/১০/২০১৮ খ্রিঃ তারিখের পরিপত্র নং p৫,০০,০০০০.১৭৪.১১.০৭.১৮.২৭৬ এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করে নিয়ােগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও দেখুন….

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনুমতির কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। লিখিত ও মেীঘিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

চাকরিতে নিয়ােগপ্রাপ্তদের বাংলাদেশের যে কোনাে জায়গায় অবস্থিত ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণাধীন যে কোনাে কার্যালয়ে পদত্থাপন করা হবে। কর্তৃপক্ষ পপের সংখ্যা হ্রাসবৃদ্ধি এবং নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল সংশােধন করার অধিকার সংরক্ষণ করেন। নিয়ােগের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি

এই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://cgdf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের

সময়সীমা নিম্নরূপঃ

Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান আরম্ভের তারিখ ও সময়ঃ ২০/০২/২০২২ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১৩/০৩/২০২২ খ্রিস্টাব্দ বিকাল ০৫:০০ ঘটিকা।।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

ছবি (Photo) আপলােড Online-এ আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে (দৈর্ঘ্য x প্রভু) 300x 300 pixel এর কম বা বেশি নয় এবং (File Size 100KB এর বেশি গ্রহণযােগ্য নয়) অনধিক তিন মাস পূর্বে তােলা রঙিন ছবি আপলোড করতে হবে। উল্লেখ্য, সাদাকালাে হবি গ্রহণযোগ্য হবে না। Applicant’s Copy-তে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে।

সানগ্লাসসহ ছবি গ্রহণযােগ্য হবে না। Home Page-এর Help Menu-তে ক্লিক করলে Photo এবং signature সম্পর্কে বিস্মরিত নির্দেশনা পাওয়া যাবে। (গ) স্বাক্ষর (Signature} আপলােড Online-এ আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রাণীকে (দৈর্ঘ্য x প্রস্থ) 300 x 80 pixel এর কম বা বেশি নয় (File Size 60KB এর বেশি গ্রহণযােগ্য নয়) এরূপ মাপের স্বাক্ষর আপলােড করতে হবে। Applicant’s Copy-তে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বালি হবে।

যেহেতু Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকত্র (সংশ্লিষ্ট সনদ মােতাবেক) সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান ।

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মােতাবেক ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নিলভাবে আবেদনপত্র Submit কারী প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant’s copy পাবেন।

উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant’s copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনাে Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে বর্ণিত প্রতিটি পদের জন্য মােট ১১২/- টাকা (একশত বার) পিরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ ১২/-টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS: CGDF<space>ser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CGDF ABCDEF Reply: Applicant’s Name, Tk 112/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type CGDF<space>Yes <space>PIN and Send to 16222 দ্বিতীয় SMS: CGDF<space>Yes<space> PIN লিখে Send করতে হবে।6222 নম্বরে।

Example: CGDF Yes 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed for CGDF Application for post XXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX). দ্বিতীয় SMS টি পাঠানাের পর ফিরতি SMS এ Password পাবেন। এই Password টি Admit Card (প্রবেশপত্র) Download এর জন প্রার্থ সংরক্ষণ করবেন।]

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://cgdf.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের www.cgdf.gov.bd ওয়েবসাইটে

এক প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (ধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানাে হবে। Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Real কা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণেন্ন সময়ে এবং উধীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়েও অবশ্যই প্রদর্শন করবেন।

Admit Card (প্রবেশপত্র) Download এর অরিখ পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানো হবে। শুধু টেলিটক প্রি-প্রেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। User ID – TAG CGDF<space>Help<space>User<space>User ID & Send to 16222.

Example: CGDF Help User ABCDEF & Send to 16222 (ii) PIN Number 31- TG: CGDF<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.

Example: CGDF Help PIN 12345678 & Send to 16222. প্রার্থীর যােগ্যতা যাচাই? প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন কলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থী বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুল ভগ্ধজাল কাগজপত্র প্রদর্শিত হলে যে কোন পর্যায়ে যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।মেৰিক পঞ্জীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপ,এর মূল কপি প্রদর্শন করতে হবে এবং শপক্ষে ৯ম গ্রেডভুক্ত গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রতিটি ০১ টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে? প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।

প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/পৌরসভার বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউপির কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাঞ্জসেবা কার্যালয় কর্তৃক প্রপও সনদপত্রের কপি। ন্যূনপক্ষে ৯ম গ্রেডভুক্ত গেঙেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের সত্যায়িত অনুলিপি। Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicants copy) এবং প্রবেশপত্রের কপি। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যার ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। কোন প্রার্থী বীর মুক্তিযােঙ্গাশীদ বীর

মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যা এবং পুত্র কন্যাদের পুত্র/কন্যা হিসেবে আবেদনপত্রে উল্লেখ করলে মুক্তিযােদ্ধা পরিচয়ের প্রমাণ হিসেবে প্রার্থীকে নিম্নোক্ত

কাপজলথ্যাদিসহ দাখিল করতে হবে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জারীকৃত ১৮.১০.২০১০ খ্রিঃ তারিখের ৪৮.০০.০০০০.০০৩, ২৫,০১৯.২০,৮৭৫ নং পরিপত্রে বর্ণিত প্রমাণ। গেটেসমূহের যেকোনাে একটিতে আবেদনকারী প্রার্থী যে বীর মুক্তিযােদ্ধা/শহীদ স্বীর মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সম্ভান তাঁর নাম থাকতে হবে। উক্ত মামের সাথে দাখিলকৃত কাগজপত্রে উল্লিখিত ধীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার নাম, পিতার নাম এবং ঠিকানা এক ও অভিন্ন হতে হবে।

আবেদনকারী যে ধীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযােঙ্কার সন্তান সন্তানের সমন তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বীর মুক্তিযােদ্ধা/শীল ধীর মুক্তিযােদ্ধার স্থায়ী ঠিকানার সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত প্রার্থীৱ পিতামাতার নাম এবং বীর মুক্তিযােদ্ধাশহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানসম্মন্ধে সান নাম উল্লেখসহ বীর মুক্তিযােদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কে সুস্পষ্ট প্রত্যয়ন থাকতে হবে।

আরও দেখুন….

সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সংক্রাপ্ত সনদ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রযােজ্য হবে। বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশী বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে।

যদি কোনাে প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনাে ব্যক্তিকে বিয়ে সুরেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক ঋলনজনিত অছিযােগে দন্ডিত হন কিংবা কোনাে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে কথা হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার স্পন্য যােগ্য বিবেচিত হবেন না।

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর নিয়ােগ বিজ্ঞপ্তি, Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও পরীক্ষা সংক্রাপ্ত যাবতীয় তথ্য http://csdf.teletalk.com.bdwww.cgdf.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিয়ােগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের www.cgdf.gov.bd ওয়েবসাইটে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মােবাইল অপারেটর টেলিটকের জবপাের্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়ােগ পরীক্ষার গরিখ, সময় ও অন্যান্য তথ্য ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের www.cgdf.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে ১২১ অথবা যে কোন অপারেটর থেকে ১৫০০১২১১২১ নাম্বারে কল করা যাবে। এছাড়া, [email protected] ই-মেইল এ যােগাযােগ করা যাবে। ১৩। যে কোনাে রকম তদবির বা ব্যক্তিগত যােগাযােগ প্রার্থীর অযােগ্যতা হিসেবে গণ্য করা হবে।

শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে নিজে অনলাইনে যথাযথভাবে আবেদনপত্র পূরণ করুন এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি সহ জমাদান প্রক্রিয়া সম্পন্ন করুন। যিথাযথ জ্ঞানার্জনের মাধ্যমে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং নিয়ােগপ্রাপ্ত হয়ে দেশ সেবার পবিত্র সুযােগ লাভ।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন…..

HQA7avO (2)HQA7avO (3)

Gravatar Image
Jobs Time is the Most popular Bangladeshi Job Circular Publishing Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *