প্রার্থীর বয়স ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে ১৮ (আঠারাে) থেকে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ ২০২২
ক্রমিক নং | পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন স্কেল |
০১ | গাড়ী চালক (ভারী) | ৪৭ টি। | ৮ম শ্রেণি পাশ। | ৯,৩০০ – ২২,৪৯০ টাকা। |
নিয়ােগে সরকারের প্রচলিত বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশােধন হলে তা অনুসরণ করা হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) এবং স্বাক্ষর থাকতে হবে।
আবেদনপত্রের সাথে নিমােক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র (ভােটার আইডি কার্ড)/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
শর্তাবলী
শিক্ষাগত যােগ্যতা এবং অভিজ্ঞতা (যদি থাকে) সনদের সত্যায়িত ফটোকপি। সদ্য তােলা ৩ (তিন) কপি পাসপাের্ট আকারের রঙিন সত্যায়িত ছবি। উপরে বর্ণিত সকল কাগজপত্রাদি ও ছবি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে।
সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তা/কাউন্সিলরের সুস্পষ্ট নাম, পদবী ও সিল অবশ্যই থাকতে হবে। প্রার্থী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযােদ্ধা সনদ (মন্ত্রণালয়ের সনদ, বামুস সনদ), মুক্তিবার্তা/গেজেট নম্বর ও তারিখ এবং মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে উপরােক্ত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সম্পর্কের
- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ ২০২২
- বাংলাদেশ কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ ২০২২
- বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২২
প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র । প্রার্থী এবং তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুকূলে যে কোন অনুমােদিত তফসিলভুক্ত ব্যাংক হতে ৫০০ (পাঁচশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযােগ্য) সংযুক্ত করতে হবে। প্রার্থীর নিজ ঠিকানা উল্লেখপূর্বক সরকার কর্তৃক নির্ধারিত ডাকটিকেটসহ ফেরত খাম (সাইজ # x ৪) সংযুক্ত করতে হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
আবেদনকারী বিভাগীয় প্রার্থী হয়ে থাকলে তার নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে । ১০. সচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সেন্টার পয়েন্ট, প্লট-২৩-২৬, রােড-৪৬, গুলশান-২, ঢাকা বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্র সম্বলিত খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে । ২৬/১২/২০২১ খ্রিঃ তারিখ হতে ১৩/০১/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত সময়ে সচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাবর ডাকযােগে আবেদন প্রেরণ করতে হবে।
সরাসরি দাখিলকৃত আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। নিয়ােগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল/প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়েব সাইটে (www.dncc.gov.bd) এ নিয়ােগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযােজ্য হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন…..