ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ ২০২২

Posted on

প্রার্থীর বয়স ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে ১৮ (আঠারাে) থেকে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ ২০২২

ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল
০১ গাড়ী চালক (ভারী) ৪৭ টি। ৮ম শ্রেণি পাশ। ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

নিয়ােগে সরকারের প্রচলিত বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশােধন হলে তা অনুসরণ করা হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) এবং স্বাক্ষর থাকতে হবে।

আবেদনপত্রের সাথে নিমােক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র (ভােটার আইডি কার্ড)/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।

শর্তাবলী

শিক্ষাগত যােগ্যতা এবং অভিজ্ঞতা (যদি থাকে) সনদের সত্যায়িত ফটোকপি। সদ্য তােলা ৩ (তিন) কপি পাসপাের্ট আকারের রঙিন সত্যায়িত ছবি। উপরে বর্ণিত সকল কাগজপত্রাদি ও ছবি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে।

সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তা/কাউন্সিলরের সুস্পষ্ট নাম, পদবী ও সিল অবশ্যই থাকতে হবে। প্রার্থী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযােদ্ধা সনদ (মন্ত্রণালয়ের সনদ, বামুস সনদ), মুক্তিবার্তা/গেজেট নম্বর ও তারিখ এবং মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে উপরােক্ত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সম্পর্কের

প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র । প্রার্থী এবং তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুকূলে যে কোন অনুমােদিত তফসিলভুক্ত ব্যাংক হতে ৫০০ (পাঁচশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযােগ্য) সংযুক্ত করতে হবে। প্রার্থীর নিজ ঠিকানা উল্লেখপূর্বক সরকার কর্তৃক নির্ধারিত ডাকটিকেটসহ ফেরত খাম (সাইজ # x ৪) সংযুক্ত করতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

আবেদনকারী বিভাগীয় প্রার্থী হয়ে থাকলে তার নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে । ১০. সচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সেন্টার পয়েন্ট, প্লট-২৩-২৬, রােড-৪৬, গুলশান-২, ঢাকা বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্র সম্বলিত খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে । ২৬/১২/২০২১ খ্রিঃ তারিখ হতে ১৩/০১/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত সময়ে সচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাবর ডাকযােগে আবেদন প্রেরণ করতে হবে।

সরাসরি দাখিলকৃত আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। নিয়ােগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল/প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়েব সাইটে (www.dncc.gov.bd) এ নিয়ােগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযােজ্য হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন….. 

Cr9iPCJ (2)Cr9iPCJ (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *