পল্লী বিদ্যুৎ সমিতি, নীলফামারী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সম্প্রীতি নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদ সমূহ পূরণের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে দক্ষ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি মানব সম্পদ অধিদপ্তরের স্মারক অনুযায়ী আন্তঃপবিস নিয়োগের পূর্ব অনুমোদন এর প্রেক্ষিতে পদোন্নতির মাধ্যমে নিয়োগের নিমিত্তে সংশোধিত পবিস নির্দেশিকা অনুযায়ী যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আগ্রহী সহকারী ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর ও বিলিং সহকারী পদে কর্মরত আগ্রহী প্রার্থীদের কাছে থেকে নিজ হাতে লিখিত আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ােগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং সরকারি বা বেসরকারি যেকোনো চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন, Thejobstime.com। 2022 সালে সকল চাকরির খবর আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।
পল্লী বিদ্যুৎ সমিতি, নীলফামারী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নাম | পল্লী বিদ্যুৎ সমিতি, নীলফামারী |
চাকরীর ধরন | সরকারী |
ক্যাটাগরি | ০৩ টি |
পদ সংখ্যা | ০৪ টি |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ১৫ মার্চ ২০২২ সাল |
প্রয়োজনীয় তথ্যাদি
উল্লেখিত পদে পদোন্নতির যােগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত আবেদনপত্রে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যােগ্যতা, চাকুরীতে প্রথম যােগদানের তারিখ, চাকুরীতে নিয়মিতকরনের তারিখ উল্লেখ পূর্বক আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
কম্পিউটার অপারেটরগণকে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর, সুটিপাড়া, নীলফামারীতে স্ব-শরীরে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
আবেদনপত্রের সাথে নিম্নে বর্ণিত কাগজপত্র এজিএম(প্রশাসন এইচআর) কর্তৃক সত্যায়িত পুর্বক সংযুক্ত করতে হবে। যেমন,
- বর্তমার পদে যােগদান ও নিয়মিতকরণ পত্রের সত্যায়িত কপি।
- পবিস নির্দেশিকা ৩০০-৫১ অনুযায়ী প্রযােজ্য প্রশিক্ষণে কৃতকার্য হওয়ার প্রমাণ পত্রের ফটোকপি।
- বিগত ০৩ (তিন) বছরের বার্ষিক কর্মমূল্যায়নের সত্যায়িত ফটোকপি।
- শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদ। পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
- সদ্য তােলা ০৩ (তিন) কপি রঙ্গিন পার্সপাের্ট সাইজের সত্যায়িত ছবি।
আবেদনকারীকে পদোন্নতির জন্য কর্মরত পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার কর্তৃক সুস্পষ্ট সুপারিশ ও বিনা আপত্তির সনদ পত্র, বিগত সর্বশেষ ০৫ (পাঁচ) বছরের মধ্যে গৃহীত প্রশাসনিক ব্যবস্থা (যদি থাকে) শাস্তি যদি না থাকে তাহলে তা উল্লেখ পূর্বক এবং তার বিরুদ্ধে কোন বিভাগীয় তদন্ত প্রক্রিয়াধীন নেই এবং ফৌজদারী মামলা চলমান নেই অথবা চার্জশীটের আওতায় তদন্ত প্রক্রিয়াধীন নাই মর্মে সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার কর্তৃক প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে।
আবেদন করার পদ্ধতি
পদোন্নতির জন্য সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত প্রার্থীকে বিবেচনা করা হবে না। সর্বশেষ ০৩ (তিন) বছরের মধ্যে কোনরূপ গুরুদন্ড প্রাপ্ত হয়েছেন; সর্বশেষ ০১ (এক) বছরের মধ্যে কোনরূপ লঘু দন্ড প্রাপ্ত হয়েছেন। বিগত ০৫ (পাঁচ) বছরের মধ্যে একাধিক গুরুদন্ড প্রাপ্ত হয়েছেন। বিগত ০৪ (চার) বছরের মধ্যে একবার গুরুদন্ড এবং একবার লঘুদন্ড প্রাপ্ত হয়েছেন।
বিগত ৩ বছরের মধ্যে একের অধিক বার লঘুদন্ড প্রাপ্ত হয়েছেন। পদোন্নতির জন্য ০৩ (তিন) বার মৌখিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হওয়ার ফলে পদোন্নতি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অযােগ্য বিবেচিত হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে নিম্নোক্ত নীতিমালার সকল শর্তাদি প্রযোজ্য হবে। সংশােধিত পবিস নির্দেশিকা ৩০০-১৪ এর সংশ্লিষ্ট পদের “ পদ বিবরণী” তে উল্লেখিত সকল শর্তাদি পূরণ করতে হবে।
আরও দেখুন……
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিম্নলিখিত রাজস্ব খাতে নিয়োগ ২০২২
- পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা-বিভাগে নিয়োগ ২০২২
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে নিয়োগ ২০২২
পদোন্নতির বিষয়ে সংশােধিত পবিস নির্দেশিকা ৩০০-২৪ এ উল্লেখিত বিধান/শর্তাদি পূরণ করতে হবে। নীলফামারী পবিসের কর্মচারী চাকুরী বিধি-১৯৯২, সংশােধিত-২০১২ এর ধারা ৭, ১৪ এবং ১৬ প্রতিপালন করা হবে। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক অবস্থায় ০১ (এক) বছরের জন্য “চলতি দায়িত্বে নিয়ােগ দেয়া হবে। চলতি দায়িত্বে থাকাকালীণ সময়ে কর্মমূল্যায়ন সন্তোষজনক ও সংশােধিত পবিস নির্দেশিকা অনুযায়ী অন্যান্য প্রয়ােজনীয় শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে স্ব-পদে চাকুরীতে নিয়মিত করা হবে।
অন্যথায় সংশ্লিষ্ট পদে দক্ষতার মান উন্নয়নের জন্য চলতি দায়িত্বের মেয়াদ অনধিক সর্বোচ্চ ০৬ (ছয়) মাস বৃদ্ধি অথবা পূর্ববর্তী পদে প্রত্যাবর্তন করা হবে। পবিস নির্দেশিকা ৩০০-১৩ ও ৩০০-১৭ অনুযায়ী বেতন ভাতাদি ও অন্যান্য আর্থিক সুবিধা সংরক্ষণ করা হবে। পদোন্নতির ক্ষেত্রে জেলা কোটা প্রযােজ্য নয়। তবে অত্র পবিসের ভৌগলিক এলাকার (নীলফামারী সদর, ডােমার, ডিমলা, জলঢাকা ও কিশােরগঞ্জ) এর স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়ােজন নাই।
নীলফামারী পবিসে কর্মরত কোন কর্মকর্তা/ কর্মচারী বা এলাকা পরিচালক মহিলা পরিচালকগণের স্বামী/ স্ত্রীর রক্ত সম্পর্কীয় কোন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। কোন প্রার্থী তথ্য গােপন করে বর্ণিত পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ার পর পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে পবিস কর্মচারী চাকুরী বিধির আলােকে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনী সাক্ষাতকারে অংশ গ্রহণের জন্য কোন প্রার্থীকে টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানাে ছাড়াই যে কোন আবেদন গ্রহণ/বাতিল অথবা এই নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত । শর্তাবলীতে উল্লেখ নেই এমন যে কোন বিষয়ে জটিলতার সৃষ্টি হলে পবিস কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
জেনারেল ম্যানেজার অনুলিপি
(জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) সদয় অবগতির জন্য। নির্বাহী পরিচালক, বাপবিবাে, ঢাকা। পরিচালক, পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাপবিবো, ঢাকা। পরিচালক, পবিস মনিটরিং ও ব্যঃ পঃ (উঃঅঃ) পরিদপ্তর,বাপবিবাে,ঢাকা। সিনিয়র সিস্টেম এনালিস্ট, আইসিটি পরিদপ্তর, বাপবিবাে,ঢাকা (বাপবিবাের্ডের ওয়েব সাইটে প্রকাশের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরােধসহ)।
সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার পবিস -১/২/৩/৪ (বিজ্ঞপ্তিটি নােটিশ বাের্ডের মাধ্যমে বহুল প্রচারের অনুরােধসহ)। ডিজিএম (কিশােরগঞ্জ ডােমার/ সদর-কারিগরী / জলঢাকা জোনাল অফিস, নীলফামারী পবিস। এজিএম (প্রশাসন/এমএসইএন্ডসি/ওএন্ডএম (অর্থ, নীলফামারী পবিস। এজিএম আইটি (পবিসের ওয়েব সাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিন)। নােটিশ বোর্ড, নীলফামারী পবিস।