পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির নিয়োগ ২০২২

Posted on

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির নিয়োগ ২০২২ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভাগ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির নিয়োগ ২০২২ এই নিয়োগে ৫ টি। মোট ৭ জনকে নিয়োগ দিবেপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই নতুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির নিয়োগ ২০২২  পদের নাম, পদের সংখ্যা, ও শিক্ষাগত যোগ্যতা সহ সকল তথ্যের বিস্তারিত আলোচনা নিচে বর্ননা করা হলো।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী wিঞ্চতে জনবল নিয়ােগের নিমিত্ত নিবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির নিয়োগ ২০২২

ক্রমিক নংঃ পদের নামঃ পদ সংখ্যাঃ শিক্ষাগত যোগ্যতাঃ বেতন স্কেলঃ
০১ সহকারী পরিচালক (অডিট)  ১ টি । কোন কৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে বাণিজ্যে স্নাতকসহ সাকেও এমবিএ (হিসাব বিজ্ঞান ফিন্যান্স) ডিগ্রি অধিকারী হতে হবে। শিক্ষা

জীবনের সকল পর্যায়ে পূণাঙ্গম থিতীয় বিজ্ঞাপ/লেণি/ সমমানের গ্রেড থাকতে হবে। স্নাতক ও কোন ডিগ্নি পায়ের উভয়টিতে ১ম বিভাগ/ শ্রেণি/ সমমানেকা গন্ধ প্রাপ্তদের এবং, সিএ কোর্স সম্পগকারী/ সমমানের (২১০০০-৫৩ ১০) (গ্রেড-৭) শরীলের অধিকার দেয়া হবে।

প্রার্থীর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় সরকাথি/ আধা-সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা/ সমমানের ৯ম শ্রেণির পদে ০৪ (চার) বয়বের চাকুরির অভিজ্ঞা থাকতে হবে অথবা সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/ সমমানের পদে কমপক্ষে ০৮(আট) বছয়ে চাকুরির অঙ্গিক্ষতা থাকতে হবে। বয়স অনুর্ধ ৩৫ বছর।

(২,৯০০০-৬৩৪১০)
০২ সহকারী পরিচালক (বিল ও ক্যাশ)  ১ টি । প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে বাণিজ্য কলহ কাৰৰ এমবিএ (হিসাব বিজ্ঞান/ ফিন্যান্স) ডিগ্রি অধিকারী হতে হবে।

শিক্ষা জীবনের সকল পর্যায়ে শাহয় দ্বিতীয় থিকাগ/শ্রেণি/ সমমানের থাকতে হবে। স্নাতক ও ফাতকোত্তর কিমি পর্যায়ে উভয়টিতে ১ম বিভাগ শ্রেণি/ সমমানের গল্প প্রস্তদের এবং সিএ কোর্স সম্পন্নকারী/ সমমানের (২,৯০০০-৬৩৪১০) (গ্রেড-৭) জিমিদারীদের অগ্রাধিকার দেয়া হবে।

প্রার্থীর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মক/ সমমানের ১ম শ্রেণির পদে ০৪ (চার) বান্ধবের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা সহকারী জিলাৰৱশ কর্মকর্তা/ সমমানের পদে কমপক্ষে ৮(আট) বহুৱেৰ চাকুরি আমি থাকতে হবে। বয়স অনুর্ধ ৩৫ বছর।

(২,৯০০০-৬৩৪১০)
০৩ সহকারী পরিচালক (জনসংযােগ ও প্রকাশনা)  ১ টি । প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতা/সশযােগাযােগ বিষয়ে সহ ফোর জিয়ার বকরী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে নুন্যতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।

জানলিজমে হকের ডিগ্রিসহ জাতীয় (৩) সহকারী পরিচালক (জনসংযােগ ও প্রকাশনা)। দৈনিক পত্রিকায় কার্যাভিজ্ঞাস প্রার্থীকে বিয়ে দেয়া হবে। প্রার্থীকে অবশ্যই কশিটটার ব্যবহারে দক্ষ হতে হবে।

(২০০০-৩৪১০) (গ্রেড-২)।এখীর ম শ্রেণির জনসংযােগ কর্মকর্তা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ সরক/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে/জাতীয় পর্যায়ের কোন বয়খ তানে কমপক্ষে ০৪ (চ) বছর চাকুরি অগিতা আকতে হবে।

(২,৯০০০-৬৩৪১০)
০৪ বাস ড্র্যাইভার  ২ টি ।  কমপক্ষে আটম শ্রেণি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট কাজে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ হেক্তি জাইভিং লাইসেন্সধারী হতে হবে। বয়স অনুধ ৩০ বছর। (৯৭০০-২৩৪৯০)
০৫ বাস হেলপার  ২ টি । ব্যার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণি পাশ হতে হবে। বয়স অনু ৩০ বছর।  (৮২৫০-২০০১০)

 *** উপযুক্ত শর্ত পূরণ সাপেক্ষে গত ২১/০৫/২০১৯ ইং তারিখের পাবিপ্রবিসংস্থাপন/২২৮৫৬ সালে প্রকাশিত সহকারী পরিচালক (অডিট) পদে এবং, গত ০৫/০১/২০২১ ইং তারিখের শাবি /সংস্থাপন/২১৮২/৪৪ স্মারকমূলে প্রকাশিত সহকারী পরিচালক (বিল ও ক্যাশ) ও সহকারী পরিচালক (জনসংযােগ ও প্রকাশনা) পদে ইতােপূর্বে যারা আবেদন করেছেন তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

শর্তাবলী:

আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২ ইং । সকল আবেদনপত্র রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা বৰৱে উক্ত তারিখের ফেব্রুয়ারি ২০১২ ইং) মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত) অফিস চলাকালীন সময়ে (esp০টা থেকে ৫:০০টা) কেবলমাত্র ডাকযোগে লেজাকে অলে। আবেদনের জমা বিশ্ববিদ্যালয়ের নিজ গুণোইট (www.pust.ac.tod)-এ পত্র ফরমেটে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিকি রুমেলাে অবশ্যই সংযুক্ত রাত্রে হবে এবং প্রার্থীকে আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে।

সদ্যতােলা পাসপাের্ট আকাৱেৱ ০৩ কপি রঙিন ছবি। শিক্ষাগত যােগ্যতা সংশ্লিষ্ট সকল সনদের সত্যায়িত অনুলিপি। জাতীয় পৰিচয়/ জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি । অভিজ্ঞতা (বেতনক্রমসহ) সংশ্লিষ্ট সকল সনদের স্যাভিত অনুলিপি (যদি থাকে বা প্রযােজ্য ক্ষেত্রে)

আরও দেখুনঃ

প্রকাশনা ও প্রশিক্ষণ সহরি সকল সনদের সত্যায়িত অনুলিপি (যদি থাকে না প্রযােজ্য ক্ষেত্রে)। বাংকাফট/পে-অঙ্কর।সকল পরে প্রখীষে জশ ০৮ (আট) সেট আবেদনপত্র জমা দিতে হবে। |  মূল আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০/-(দশ) টাকার আকটিকিটসহ ফেরত খাম যুক্ত করতে হবে।

৪) কিতাপনে অভ্যন্তরীণ বিভাগীয় প্রার্থীৰে শিক্ষাগঞ্জ মােজা বীত নিয়ােগ নীতিমালার যে কোন একটি শর্ত শিথিলযােগ্য।  কাকিমা পদে (হেজ: আবেশখে ফেলায় জি পদ্ধতির ক্ষেত্রে প্রথম শ্রেণির সমান বলতে এসএসসি/সমমান ও এইচ.এস.সি/সমমান এর ক্ষেত্রে জিপিএ/ সিজিপিএ ৫.০০ এর দশ কমপক্ষে ৩.৫০ এবং =াতক ও স্নাতকোত্তর পর্যায়ে জিপিএ/ সিজিপিএ ৩.০০ এর কমপক্ষে ৩.০০ বুয়াবে এবং দ্বিতীয় শ্রেণির সমান কলঞ্জে এসএসসি/সমমান ও এইচ,এস,সি/সমমান এর ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৫.০০ এ জন্য ২.৫ এবং নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জিপিএ/ সিজিপিএ ৩.০০ এর জন্য কমপক্ষে ২.২৫ বুঝাবে।

নিয়োগের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/ সমমানের গেজ (৫.০০ এর মধ্যে ২.৫০ এবং, ৪.০০ এর মধ্যে ২.২৫) এর নিচে গ্রহণযােগ্য হবে না এবং বিদেশী ডিগ্রির ক্ষেত্নে ইউজিসি কর্তৃক সমতুল্য সনদ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় সমতুল্য সালে (Equivalence committee) কর্তৃক সুপারিশকৃত হতে হবে।

কমচারী পদে  আবেদনের ক্ষেত্রে এই বিশ্ববিদালয়ে কর্মরত প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যােগ্যতা, অভিজাত ও বয়স বা যে কোন একটি শর্ত শিথিলযােগ্য। এই বিশ্ববিদ্যালয়ে এ ৭/১০২০১১ ইং তারিখের পূর্থে চুক্তিরিক পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিষ্মিলযোগ্য।  চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করত্নে হবে।

মুক্তিযােদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযােদ্ধার সন্তান প্রার্থীদেথকে সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্রসহ আবেদনপত্র দাখিল করতে হবে। মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর শিকা/আচার অনুকুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কক এর সনদের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।  ক্রটিপূর্ণ এবং বিলম্ব প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বালি বলে গণ্য হবে। প্রত্যেক প্রার্থীর তার প্রার্থিত পদের নাম এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে প্রযােজ্য অংশটি থামের উপর স্পষ্ট করে লিখতে হবে।

প্রাপ্ত দরখাস্তুসমূহ প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যােগ্য প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা জবটেস্ট এ আকা হবে। এর জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অনুকূল জনতা ব্যাংক লিমিটেজ-এর যে কোন শাখা হতে ০১-০৩ নং পদের প্রার্থীদের ৫০০/- টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ফটঃপ-অর্ডার এবং ৪৪৩৫ নই পদের প্রার্থীদের ৩০০/- টাকা (অফেরতযোগ্য) ব্যাংক একট/পে-অঙর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রে ব্যাংক ভ্রাফট/পে-অর্ডার নং, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে। ১৪) কােন কারণ দর্শানাে ব্যতিরেকে কম্পক এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল কিংবা সংশােধন করার অধিকার সংরক্ষণ করেন। অধিকতর যােগ্যতা সম্পন্ন। বিভাগীয় প্রার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে এতদসংশ্লিষ্ট অতিজতা সম্স বার্থীদের বিকার দেয়া হবে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক শরে অনুমােদন সাপেক্ষে কলঙ্ক বিজ্ঞপিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।

বিস্তারিতঃ

1

Gravatar Image
Jobs Time is the Most popular Bangladeshi Job Circular Publishing Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *