পেট্রোলিয়াম কর্পোরেশনে স্থায়ী শূণ্য পদে নিয়োগ ২০২২

Posted on

পেট্রোলিয়াম বিভাগে পেট্রোলিয়াম কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেট্রোলিয়াম বিভাগ। পেট্রোলিয়াম কর্পোরেশন ২০২২ এই নিয়োগে ৬ টি পদে মোট ০৮ জনকে নিয়োগ দিবে পেট্রোলিয়াম বিভাগ।পেট্রোলিয়াম বিভাগে এই নতুন পেট্রোলিয়াম কর্পোরেশন পদের নাম, পদের সংখ্যা, ও শিক্ষাগত যোগ্যতা সহ সকল তথ্যের বিস্তারিত আলোচনা নিচে বর্ননা করা হলো।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে নিন্মবর্ণিত স্থায়ী শূণ্য পদে সরাসরি নিয়ােগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন শূণ্য পদে নিয়োগ

পদের নাম
উপ-ব্যবস্থাপক (বোর্ড)
পদসংখ্য ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।
পদের নাম
উপ-ব্যবস্থাপক (গণ-সংযোগ)
পদসংখ্য ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।
পদের নাম
কনিষ্ঠ কর্মকর্তা (সাধারণ কর্মশাখা)
পদসংখ্য ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা।
পদের নাম
উপ-সহকারী প্রকৌশলী (কনিষ্ঠ কর্মকর্তা)
পদসংখ্য ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।
পদের নাম
উচ্চমান সহকারী
পদসংখ্য ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।
পদের নাম
এলডিএ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্য ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ।
অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ ও ২০ শব্দ।
বেতন স্কেল ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bpc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

শর্তাবলী

নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশােধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।

এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে । বিশেষ ক্ষেত্রে প্রার্থীদের (এতিমখানা নিবাসী, প্রতিবন্ধী, মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তান, ক্ষুদ্র নৃ-গােষ্ঠী ও আনসার ও ভিডিপি) মৌখিক পরীক্ষার সময় স্ব-পক্ষে সংশ্লিষ্ট মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ০১ কপি জমা প্রদান করতে হবে।

মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত application form সহ সকল কাগজপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।

এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্তসনদ এবং আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা, পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা, পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

উল্লেখ্য আবেদনপত্রের সাথে কোন সনদের কপি সংযুক্ত করার প্রয়ােজন নেই। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। এই নিয়ােগ বিজ্ঞপ্তি সম্পকিত যে কোন সংশােধন, সংযােজন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য WW.bpc.gov.bdএ পাওয়া যাবে।

কোন কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ এ নিয়ােগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল ও পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে এবং এ ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে সমতুল্য জিপিএ প্রাপ্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিয়ােগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে গণ্য হবে ।

লিখিত ও মৌখিক পরীক্ষা

নােটিশ প্রার্থীর মােবাইলে SMS এর মাধ্যমে ও BPC এর ওয়েব সাইট-এর মাধ্যমে জানানাে হবে। জেলা কোটার কারণে বিজ্ঞপ্তির ০৫ ও ০৬ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গােপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, লপুর, নােয়াখালী, চাপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশাের, ঝিনাইদাহ, বাগেরহাট, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

কোন প্রার্থী নিয়ােগ লাভের পর তাঁর প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । Online- এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে http://bpc.teletalk.com.bd- এ আবেদনপত্র পূরণ। করতে হবে।

আবেদনের সময়সীমা নিম্নরুপ

Online-আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২৭/০১/২০২২ খ্রি: সকাল ১০:০০ টা। Online আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬/০২/২০২২ খ্রি: বিকাল ৫:০০ টা। উক্ত সময়ের মধ্যে User ID- প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আরও দেখুন….

Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) Pixel ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। Online আবেদনেপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থীর Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ০১ কপি জমা দিবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষায় ফি প্রদান

Online-এ আবেদনপত্র (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতাে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।

উক্ত Applicant’s copy প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant’s copy তে একটি User ID তে নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যেকোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে  জন্য পরীক্ষার ফি বাবদ ২৫০/-(দুইশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩০ (ত্রিশ) টাকা মােট ২৮০/- (দুইশত আশি) টাকা।

পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকা মােট ১১২/- (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”

১ম SMS: BPC<space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

২য় SMS: BPC <space> Yes<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bpc.teletalk.com.bd অথবা বিপিসির www.bpc.gov.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে ।

Online আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র download পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন।

প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। ঘ) শুধু Teletalk prepaid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।User ID Stat 21949 BPC<space>Help<space>User<space> User ID & Send to 16222.

Example: BPC Help User ABCDEF& Send to 16222. PIN Number Oftalt af ECE BPC<space>Help<space>User<space> PIN No & Send to16222.

Example: BPC Help PIN 12345678 & Send to 16222. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করুন অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যােগাযােগ করুন।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন……

aURbSHN (2)ihKOvxL (2)zcjYS9b (2)

Gravatar Image
Jobs Time is the Most popular Bangladeshi Job Circular Publishing Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *