বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিভিন্ন পদে নিয়োগ  ২০২২

Posted on

বর্তমান সময়ের সেরা নিয়ােগ বিজ্ঞপ্তির গুলোর মধ্যে ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়ােগ বিজ্ঞপ্তি অন্যতম। আমাদের অনেকের সপ্ন ও ফ্যাশন ইউনিভার্সিটির প্রফেসর হওয়া।

ইউনিভার্সিটি অব প্রফেশনালস জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ  ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়ােগ বিজ্ঞপ্তি  সহ সব ধরনের চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট  Thejobstime.com নিয়মিত আপডেট করুন।

আপনাদের মধ্যে আগ্রহী প্রার্থীগন তাদের যোগ্যতা বিভিন্ন পদে অনুযায়ী আবেদন করতে পারেন। ইউনিভার্সিটি অব  প্রফেশনালস- এ নিয়ােগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের পােস্টটির শুরু থেকে শেষ পর্যন্ত ভালভাবে দেখুন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিভিন্ন পদে নিয়োগ

ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (PISER)” এর জন্য নিম্নলিখিত পদে শুধুমাত্র যােগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্তের  আহ্বান করা হলাে।

   প্রতিষ্ঠানের নাম  বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
চাকরির ধরন     সরকারি
পদ সংখ্যা   ১৭ পদে মোট ২৪ জন
 আবেদনের সময়সীমা   ২০ মার্চ ২০২২ ইং থেকে ৫ এপ্রিল ২০২২ইং সাল পর্যন্ত
 আবেদনের মাধ্যম  ডাকযোগে
 ওয়েবসাইট  www.bup.edu.bd

বিস্তারিত তথ্য ও শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের

যােগ্যতা প্রভাষক স্পেশাল এডুকেশন (এনডিডি)-০৩ জন বিশেষ শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর। (বিশেষ শিক্ষা) স্পেশাল এডুকেশন (ভিআই)-০১ জন। বিষয়য়াল্লিখিত পদে কমপক্ষে ০২ বছরের স্পেশাল এডুকেশন (এইচআই)-০১ জন অভিজ্ঞতা। ২টি পরীক্ষায় অবশ্যই প্রথম মােট = ০৫ জন বিভাগ বা সিজিপিএ ৩.৫০/৪.০০ থাকতে দেশী বা বিদেশী জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

আরও দেখুন….. 

আবেদন পাঠানোর ঠিকানা

পিএইচডি, এমফিল অথবা সংশ্লিষ্ট বিষয়ে একাধিক মাস্টার্স থাকলে অগ্রাধিকার দেয়াহবে। বেতন-ভাতা আলােচনাসাপেক্ষে নির্ধারণ করা হবে। আগামী ২০ মার্চ ২০২২ তারিখের মধ্যে বর্ণিত পদের জন্য ১,০০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযােগ্য) সহ নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, প্রয়াস, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬ বরাবরে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র সংযুক্ত করার জন্য অনুরােধ করা হলাে জীবনবৃত্তান্ত (অবশ্যই মােবাইল নম্বর থাকতে হবে)।

প্রয়োজনীয় তথ্যাবলী

শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি সত্যায়িত। জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত।  সম্প্রতি ভােলা ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি। ৪। অসম্পূর্ণ আবেদনপত্র নিয়োেগ পর্ষদ কর্তৃক পর্যবেক্ষণ বাতিল বলে গণ্য করা হবে।

বিস্তারিত অফিশিয়াল পেজে দেখুন…..

jCmTkfL (2)

4SS1fTs (2)

Gravatar Image
Jobs Time is the Most popular Bangladeshi Job Circular Publishing Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *