বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপােরেশন নিয়োগ ২০২২

Posted on

বয়সসীমা (age limit) :২৫.০৩.২০২০ খ্রি. তারিখে বয়স জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্র নম্বর: ০৫.০০.০০০০.১৭০.১১.১৭.২০-১৪৩, তারিখ: ১৯.০৮.২০২১ খ্রি. অনুযায়ী উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স ১৮ (আঠার) হতে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ১৮ (আঠার) হতে ৩২ (বত্রিশ) বছরের মধ্যে হতে হবে।

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপােরেশন নিয়োগ ২০২২

মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এরূপ প্রার্থীর ক্ষেত্রে বয়স ১৮ (আঠার) হতে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবাের্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য করা হবে। বয়স সংক্রান্ত কোন এফিডেভিট (affidavit) গ্রহণযােগ্য হবে না। চাকরি প্রার্থীর বয়স কম বা বেশী হলে, আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে আবেদনপত্র

১৬.০১.২০২২ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে। (খ) ১৫.০২.২০২২ খ্রি. তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই সম্পন্ন করতে হবে। (গ) শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত (অর্থাৎ ১৮.০২.২০২২ খ্রি. তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত) এসএমএস-এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

অনলাইনে আবেদন করার পদ্ধতি : (ক) চাকরি প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিঃ-এর web address (http://bogmc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপােরেশন (পেট্রোবাংলা)-এর web address (www.petrobangla.org.bd)-এর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র নম্বর: ০৫,১১০,০০০০.০০, ০০,০৮৯.১৪.০১, তারিখ: ২৯.১২.২০১৪ খ্রি. অনুযায়ী চাকরির আবেদনপত্রের মডেল ফরম অনুসরণে পেট্রোবাংলা কর্তৃক নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে।

 শর্তাবলী

উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে Advertisement, Instruction for Submitting Application এবং ১০ (দশ) ক্যাটাগরীর পদের জন্য নির্ধারিত application form (আবেদন ফরম)-এর রেডিও বাটন দেখা যাবে। Advertisement-এর রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপন পাওয়া যাবে। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপােরেশন (পেট্রোবাংলা)-এর web address (www.petrobangla,org.bd)এ আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা দেয়া আছে।

ফরম পূরণের পূর্বে প্রার্থী instructions অংশটি download করতঃ প্রতিটি নির্দেশনা ভালভাবে আয়ত্ত করে application form-এর প্রতিটি field-এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণ করে ফরম পূরণ করবে। লাল তারকা চিহ্ন field-সমূহ অবশ্যই পূরণ করতে হবে। ফরমে জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর/জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই দাখিল করতে হবে।

ছবি (Photo): আবেদন ফরম (Application Form) সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে, Application ফরমটির Preview দেখা যাবে। Preview-এর নির্ধারিত স্থানে প্রার্থীকে নির্দিষ্ট মাপের নিজের রঙিন ছবি scan করে upload করতে হবে। সাদা-কালাে ছবি গ্রহণযােগ্য হবে না। উল্লেখ্য, ছবির আকার হতে হবে ৩০০ x৩০০ Pixel (JPG Format), কোনভাবেই এর কম/বেশী নয় এবং file size হবে সর্বোচ্চ ১০০ KB, উল্লিখিত মাপের ছবি না হলে, আবেদনপত্র বাতিল হবে। সাইড ভিউ/সানগ্লাসসহ ছবি গ্রহণযােগ্য হবে না।

Home Page-এর Help Menuতে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে। স্বাক্ষর (Signature) : application preview-তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে নিজের স্বাক্ষর scan করে upload করতে হবে। উল্লেখ্য, স্বাক্ষরের আকার হবে ৩০০x৮০ Pixel (JPG Format), কোনভাবেই এর কম বা বেশী নয় এবং file size হবে সর্বোচ্চ ৬০ KB, উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থীর নির্দিষ্ট মাপের স্বাক্ষর না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

ঘােষণা

প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (Application Form) ডিক্লারেশন অংশে এ মর্মে ঘােষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযােগ্যতা ধরা পড়লে বা কোন অনিয়মের আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং ভবিষ্যতে পেট্রোবাংলা কর্তৃক তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এসএমএস পাঠানাের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনামতে ছবি এবং signature upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র submission সম্পন্ন হলে, কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে, প্রার্থী একটি User ID-সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি applicant’s copy পাবে। উক্ত applicant’s copy প্রার্থীকে প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করতে হবে। applicant’s কপিতে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে টেলিটক বাংলাদেশ লিঃ কর্তৃক এসএমএস-এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা (অফেরৎযােগ্য) জমা দিতে হবে।

(i) প্রথম SMS: BOGMC<space> User ID লিখে send করুন ১৬২২২ নম্বরে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

i9fC9YL (2)

oioNVSA (2)

oF9BsEa (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *