আগ্রহী প্রার্থীগণকে খুশিলি কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্বহস্তে পূরণপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌ বাহিনী, খুলনা বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম খুশিলির ওয়েবসাইট www.khulnashipyard.com অথবা সরাসরি হিউম্যান রিসাের্স।
বাংলাদেশ নৌ বাহিনী, খুলনা নিয়ােগ ২০২২
ম্যানেজমেন্ট সেকশন হতে সংগ্রহ করা যাবে। বর্ণিত ক নং পদের জন্য টাকা ৩০০/- (তিনশত) এবং খ হতে ঘ নং পদের জন্য টাকা ২০০/- (দুইশত) খুলনা শিপইয়ার্ড এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ফান্ড,
খুলনা’ এর অনুকূলে সােনালী ব্যাংকের যে কোন শাখা হতে অফেরৎযােগ্য ব্যাংক ড্রাফট/ পেঅর্ডারসহ আবেদন করতে হবে। গ। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা, জাতীয়তা নাগরিক সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র (সত্যায়িত ফটোকপি) ও সদ্য তােলা রঙ্গিন পাসপাের্ট।
- প্রাক-প্রাথমিক স্কুল ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রম এ নিয়োগ ২০২২
- হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় নিয়োগ ২০২২
- বাংলাদেশ সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২
সাইজের ০৩ (তিন) কপি ছবি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। মৌখিক সাক্ষাৎকার এর সময় সকল প্রকার শিক্ষাগত যােগ্যতার মূল সনদ অবশ্যই সাথে আনতে হবে। বর্ণিত পদসমূহের জন্য প্রার্থীর আবেদনপত্র অবশ্যই আগামী ০৬ জানুয়ারি ২০২২ তারিখ রােজ বৃহস্পতিবার বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে হিউম্যান রিসাের্স।
শর্তাবলী
ম্যানেজমেন্ট সেকশন, খুলনা শিপইয়ার্ড লিমিটেড এ পৌছাতে হবে। লিখিত/ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে চিঠি/ মােবাইল ফোনের মাধ্যমে জানানাে হবে। প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বৎসর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য নয়। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা
শিথিলযােগ্য। বেতন প্রতিষ্ঠানের কাঠামাে অনুযায়ী আলােচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও কর্মদক্ষতা সন্তোষজনক হলে ভবিষ্যতে স্থায়ীভিত্তিতে নিয়ােগের সুযােগ রয়েছে এবং প্রতি বছর ফেস্টিভাল/ইনসেনটিভ বােনাস, নববর্ষ ভাতাসহ অন্যান্য ভাতা ও ক্ষেত্র বিশেষ খুশিলির অভ্যন্তরে পারিবারিক বাসা বরাদ্দের সুযােগ।
রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বা শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। জ। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ/ যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়ােগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়ােগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরৎ দেয়া হবে না।