বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২২

Posted on

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিভাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২২ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিভাগ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২২ এই নিয়োগে  ২০০ টি।মোট  ২০০ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন।বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এই নতুন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২২  পদের নাম, পদের সংখ্যা, ও শিক্ষাগত যোগ্যতা সহ সকল তথ্যের বিস্তারিত আলোচনা নিচে বর্ননা করা হলো।

বিআরটিসি’র কভার, গেও ৬ি (কাউটারম্যান) শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিবনিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২২

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২২

ক্রমিক নংঃ পদের নাম: পদ সংখ্যা: শিক্ষাগত যোগ্যতা: বেতন স্কেল:
০১  কন্ডাক্টর, গ্রেড-ডি (কাউন্টারম্যান)  ২০০ টি। এসএসসি পাশ।  ৮,৮০০-২১,৩১০ টাকা।

০৬/০২/২০১২খি আরিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৫ নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমানের ক্ষেত্রে ফিটে গহনযোগ না। সরকারী, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা প্রদান করতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://brtc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ:

Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৩/০১/২০২২খ্রিঃ, সকাল ১০:০০ টা। Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬/০২/২০২২ খ্রিঃ, বিকাল ৫:০০ টা।। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।।

Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।  Online আবেদনপত্রে পূরনকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেনা।

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রক্সিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষন করবেন। , SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান; Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

নিলাৰে আবেদনপর Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copv পাবেন। উক Applicant’s Copy প্রার্থী download পবক রান প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২২

থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre. Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে *Online-এ আবেদনপদের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই। গৃহীত হবে না। প্রথম SMS:BRTCUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BRTC ABCDEF Reply: Applicant’s Name, Tk……. Will be charged as application fee. Your pin is 12345678. To pay fee Type BRTC yespin and send to 16222 দ্বিতীয় SMS: BRTC yesspace>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BRTC yes 12345678 ReplyCongratulations Applicant’s Name. Payment Completed Successfully for …….. Application for post Office Conductor.D (Counterman, User ID IS (ABCDEF) and password (XXXXXXXXX)

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://brtc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সাৰনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্তি নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

আরও দেখুনঃ

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তিতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও খানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহনের ময়ে এবং উতীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন; , শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্নিত SMS পদ্ধতি অনুসরন করে নিজ নিজ User ID এবং Password
পুনরুদ্ধার করতে পারবেন। User ID জানা থাকলে BRTC HelpUserUser ID, Send to 16222

Example: BRTC Help User ABCDEF & send to 16222 Pin NumberT BRTC HelpPINPIN No & Send to 16222.
Example: BRTC Help PIN 12345678 & send to 16222

প্রার্থীর যােগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথা ৰা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করেন।

মৌখিক পরীক্ষার সময় নিবনিত (ক্রমিক নং-৮) পর্যন্ত কাগজপত্রের মূলকপি প্রদশনপৰক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র। প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।

মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।। ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি।।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২২

Online-এ পূরণকৃত ছবিসহ আবেদপত্রের কপি (Applicant’s copy) সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১৪ (১) অনুযায়ী বিআরটিএ হতে কন্ডাক্টর লাইসেন্স প্রদান শুরু হলে নিয়ােগপ্রাপ্ত কন্ডাক্টরগণ ৬ মাসের মধ্যে
কন্ডাক্টর লাইসেন্স বিআরটিএ হতে সংগ্রহ করে বিআরটিসি কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। তবে এ সময়সীমা কোনক্রমেই ১ বছরের বেশীহবে না।

বিআরটিএ কর্তৃক প্রদত্ত কন্ডাক্টর লাইসেন্স ০১ বছরের মধ্যে দাখিল করতে ব্যার্থ হলে নিয়োগ বাতিল বলে গন্য হবে। ৬. পরীক্ষা সংক্রান্ত যাবতীয়া তথ্য বিআরটিসি’র ওয়েবসাইটে www.brtc.gov.bd পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।

নিয়ােগে সরকারের সর্বশেষ বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে। ৯. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষন করেন। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। ১০ লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ১১, উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযােজ্য হবে।

04

05

Gravatar Image
Jobs Time is the Most popular Bangladeshi Job Circular Publishing Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *