আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ১৮-১১-২০২১ তারিখ অফিস সময়ের মধ্যে পরিচালক, পরিকল্পনা, বিটাক, ১১৬ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ ঠিকানায় প্রেরণ করতে হবে (নির্ধারিত ফরম বিটাক-এর ওয়েব সাইট www.bitac.gov.bd তে পাওয়া যাবে)। নিয়ােগ সংক্রান্ত সকল তথ্যাদি বিটাকের ওয়েব সাইটে পাওয়া যাবে।
শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২২
ক্রমিক নং | পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন |
০১ | প্রশাসনিক কর্মকর্তা | ০১ টি। | সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতক বা সমমানের ডিগ্রি। | ৩৫,০০০ টাকা। |
০২ | কম্পিউটার অপারেটর | ০১ টি। | সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতক বা সমমানের ডিগ্রি। | ২৫,০০০ টাকা। |
০৩ | অফিস সহায়ক | ০১ টি। | ৮ম শ্রেণি পাশ। | ১৫,০০০ টাকা। |
চাকরির মেয়াদ ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ফটোকপি আবেদনপত্রের সাথে আবেদনকারীর বর্তমান ঠিকানা লিখিত (যে ঠিকানায় পত্রালাপ করা হবে) ২৩ সে: মি: x ১১ সে: মি: মাপের একটি ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। ফেরত খামে ১০/- (দশ) টাকা মূল্যমানের ডাকটিকেট লাগানাে থাকতে হবে; খামের উপর
আবেদনের শর্তাবলী
অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সম্প্রতি তােলা ৪ (চার) কপি পাসপাের্ট আকারের ছবি প্রার্থীদের বয়স ১৮-১১-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বৎসর হতে হবে; (ছ) আবেদনের সাথে ‘বিটাক, ঢাকা এসইআইপি-ট্রান্স-০৩”-এর অনুকূলে ক্রমিক নং-১ এ
বর্ণিত পদের জন্য ১,০০০/= (এক হাজার) টাকা, ২ এ বর্ণিত পদের জন্য ৫০০/= (পাঁচ শত) টাকা ও ক্রমিক নং-০৩ এ বর্ণিত পদের জন্য ৩০০/= (তিন শত) টাকার মূল্যের ডিডি
- প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে নিয়োগ ২০২২
- বাংলাদেশ কাস্টম হাউজে আইসিডি নিয়োগ ২০২২
- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ ২০২২
অথবা পে-অর্ডার (অফেরতযােগ্য) প্রদান করতে হবে। পােস্টাল অর্ডার গ্রহণযােগ্য নয় মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপিসহ ১ সেট ফটোকপি সঙ্গে আনতে হবে লিখিত, ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না অনিবার্য কারণবশতঃ নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল অথবা আংশিক অথবা সম্পূর্ণ সংশােধন করার পূর্ণ। ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…