শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২২

Posted on

আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ১৮-১১-২০২১ তারিখ অফিস সময়ের মধ্যে পরিচালক, পরিকল্পনা, বিটাক, ১১৬ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ ঠিকানায় প্রেরণ করতে হবে (নির্ধারিত ফরম বিটাক-এর ওয়েব সাইট www.bitac.gov.bd তে পাওয়া যাবে)। নিয়ােগ সংক্রান্ত সকল তথ্যাদি বিটাকের ওয়েব সাইটে পাওয়া যাবে।

শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২২

ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা  বেতন 
০১ প্রশাসনিক কর্মকর্তা ০১ টি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতক বা সমমানের ডিগ্রি। ৩৫,০০০ টাকা।
০২ কম্পিউটার অপারেটর ০১ টি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতক বা সমমানের ডিগ্রি। ২৫,০০০ টাকা।
০৩ অফিস সহায়ক ০১ টি। ৮ম শ্রেণি পাশ। ১৫,০০০ টাকা।

চাকরির মেয়াদ ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ফটোকপি আবেদনপত্রের সাথে আবেদনকারীর বর্তমান ঠিকানা লিখিত (যে ঠিকানায় পত্রালাপ করা হবে) ২৩ সে: মি: x ১১ সে: মি: মাপের একটি ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। ফেরত খামে ১০/- (দশ) টাকা মূল্যমানের ডাকটিকেট লাগানাে থাকতে হবে; খামের উপর

 আবেদনের শর্তাবলী

অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সম্প্রতি তােলা ৪ (চার) কপি পাসপাের্ট আকারের ছবি  প্রার্থীদের বয়স ১৮-১১-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বৎসর হতে হবে; (ছ) আবেদনের সাথে ‘বিটাক, ঢাকা এসইআইপি-ট্রান্স-০৩”-এর অনুকূলে ক্রমিক নং-১ এ

বর্ণিত পদের জন্য ১,০০০/= (এক হাজার) টাকা, ২ এ বর্ণিত পদের জন্য ৫০০/= (পাঁচ শত) টাকা ও ক্রমিক নং-০৩ এ বর্ণিত পদের জন্য ৩০০/= (তিন শত) টাকার মূল্যের ডিডি

অথবা পে-অর্ডার (অফেরতযােগ্য) প্রদান করতে হবে। পােস্টাল অর্ডার গ্রহণযােগ্য নয় মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপিসহ ১ সেট ফটোকপি সঙ্গে আনতে হবে লিখিত, ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না অনিবার্য কারণবশতঃ নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল অথবা আংশিক অথবা সম্পূর্ণ সংশােধন করার পূর্ণ। ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

cXQD9N8 (2)cXQD9N8 (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *