স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Posted on

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এই নিয়োগে  মোট ৬ জনকে নিয়োগ দিবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ এই নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২  পদের নাম, পদের সংখ্যা, ও শিক্ষাগত যোগ্যতা সহ সকল তথ্যের বিস্তারিত আলোচনা নিচে বর্ননা করা হলো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসােনেল-১ অধিশাখার ১০/১০/২০২১ইং তারিখের ৫৯.০০.০০০০,১০৯,১১,০৪৭,১৮-৩৯৭ ও ০২/০৬/২০২১ইং তারিখের ৫৯,০০,০০০০,১০৯,১১,০৪৭,১৮-২০৫ স্মারক মূলে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়ােগ বিধিমালা ২০১৮ মোতাবেক আপুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীতে নিমোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিন্মোক্ত শর্তসাপেক্ষে amumc.teletalk.com.bd ওয়েবসাইটে Online-এ দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্রমিক নংঃ পদের নাম: পদ সংখ্যা: শিক্ষাগত যোগ্যতা: অন্যান্য যোগ্যতা: বেতন স্কেল:
০১ মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) ০২ টি।  সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি।  ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।
০২ মেডিকেল টেকনোলজিষ্ট (ফার্মেসী) ০১ টি। মেডিকেল টেকনোলজি (ফার্মেসী) ডিপ্লোমা ডিগ্রি।  ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।
০৩  ডাটা এন্ট্রি অপারেট ০১ টি। এইচএসসি পাশ। কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।  ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
০৪  ড্রাইভার ০২ টি। ৮ম শ্রেণি পাশ।  ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও টেলিটক কর্তৃক অনলাইনে আবেদনের ফরম পূরণের নিয়মাবলি ও করনীয় সম্পর্কে জানতে ভিজিট করুন http://amumc.teletalk.com.bd

নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবেঃ

প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।যে সকল প্রার্থীর বয়স ৩১/১২/২০১১ ইং তারিখে ন্যনতম ১৮ বছর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২৫/০৩/২০১০ইং তারিখ পর্যন্ত বয়স সর্বোচ্চ ৩০ বছর তারা আবেদন করতে পারবে। তবে বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারী বিধি মােতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য।

আরও দেখুনঃ

বয়স নিরুপনের ক্ষেত্রে কোন এমিডেফিট গ্রহনযোগ্য নয়। নিয়ােগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে প্রচলিত সরকারী সর্বশেষ বিধি-বিধান প্রতিপালিত হবে।আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে। এ বিষয়ে কোনাে আপত্তি উখাপণ করা যাবে না।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।কর্তৃপক্ষ প্রয়ােজনে যে কোনো শর্ত সংযােজন, সংশোধন ও পরিবর্তন এবং বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি/বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন। বিভাগীয় নিয়ােগ কমিটি অনিবার্য কারণ বশতঃ নিয়োগ প্রক্রিয়া যেকোন পর্যায়ের নিয়োগ কার্যক্রম | স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি/শর্তাবলী

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://amumc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ, Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৩/০১/২০২২খ্রি, সকাল ১০:০০ টা থেকে | Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ / ০১ ২০২২ খ্রি, রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত।

* উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বায়াত্তর) ঘন্টার মধ্যে যেকোনো Teletalk Pre Paid মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ + প্রস্থ ৩০০) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ + প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র জমাদানের পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ছু। SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান; Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মােতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নির্ভুলভাবে আবেদনপত্র Submit হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী রঙ্গিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy-তে একটি User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre Paid মােবাইল নাম্বার হতে ০২(দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা এবং Teletalk এর SMS সার্ভিস চার্জ বাবদ ১২,০০(বারো) টাকা মােট ১১২,০০ (একশত বার)টাকা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কেনি অবস্থাতেই গৃহীত হবে না।

নিয়মাবলিঃ প্রথম SMS: amumcUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে

Example: amumc ABCDEF send to 16222 Reply: Applicant’s Name Tk, 112/- Will be charged as appication Fee, Your PIN 12345678. To Pay fee Type ammumcYesPINsend to 16222

দ্বিতীয় SMS: amumcYesPIN লিখে করতে হবে 16222 নম্বরে

Example: amumc 12345678 send to 16222 Reply: Congratulation Application’s Name payment complet successfully For AMUMC, Application for ****** USER ID is (ABCDEF) and Password (**************)
দ্বিতীয় SMS টি পাঠানাের পর ফিরতি এসএমএস -এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যত প্রয়োজনের নিমিত্তে সংরক্ষণ করতে হবে। SMS-এ প্রাপ্ত Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন।

প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। Online আবেদন পত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উচ্চ নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে পড়া এবং অনুসরণ করা বাঞ্চনীয়।প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http:// amumc.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যােগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। শুধু মােবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।User ID atatce amumcHelpUserUser ID send to 16222

Example: amumc Help User ABCDEF & Send to 16222 PIN PIN cat sec amumcHelpPINPIN NO send to 16222 Example: amumc Help User 12345678 & Send to 16222 Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোনো টেলিটক মােবাইল নম্বর থেকে ১২১ এ কল করুন।

এছাড়াও Vas.query(@teletalk.com.bd এই ই-মেইলে যােগাযােগ করা যাবে।প্রার্থীর যােগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তপক্ষ সংরক্ষণ করেন।

মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। (ক)প্রার্থীর সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিন্নত সনদপত্রসহ) (খ)প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।

মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কউন্সিলর/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র। জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ

Online এ পুরণকৃত আবেদনপত্রের কপি ও প্রবেশপত্র (Applicant’s Copy + Admit Card). ৮. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য amumc.teletalk.com.bd এ পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনাে বিষয়ে নিয়োগকারী কর্তপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়ােগ বিধিমালা ২০১৮ এর বিধিবিধান প্রযােজ্য হবে। ,সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা।

শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র একক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। কোনাে প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না, একাধিক পদে আবেদন করলে আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। নিয়ােগের ক্ষেত্রে প্রযােজ্য কোটাসহ সরকারের সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে। কপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি/বাতিল করা এবং নিয়োগ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার ক্ষমতা কপক্ষ সংরক্ষণ করেন।

বিস্তারিতঃ

a

b

c

d

Gravatar Image
Jobs Time is the Most popular Bangladeshi Job Circular Publishing Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *