গণপ্রজাতন্ত্ৰী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক সারিক নম্বর: ২৮.০০.০০০০.০২১.১১.০০৪. ১৭.৩৮১, তারিখ: ১০,১০,২০২১ খ্রি.-মূলে প্রদত্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপােরেশন (পেট্রোবাংলা)-এর জন্য নিম্নবর্ণিত শূন্যপদসমূহে লােকবল নিয়ােগের নিমিত্ত নিম্নলিখিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ক্রমিক নংঃ | পদের নাম: | পদ সংখ্যা: | শিক্ষাগত যোগ্যতা: | বেতন স্কেল: |
০১ | সহকারী ব্যবস্থাপক (প্রশাসনিক পদ) | ১০ টি। | স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
০২ | সহকারী ব্যবস্থাপক (অর্থ বিষয়ক পদ) | ১০ টি। | বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
০৩ | সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং) | ০৩ টি। | পেট্রোলিয়াম ডিসিপ্লিনে বিএসসি ইঞ্জিনিয়ারিং। | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
০৪ | সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট এন্ড সেইফটি) | ০২ টি। | পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
০৫ | সহকারী ব্যবস্থাপক (জিওলজি/জিওফিজিক্স) | ০২ টি। | জিওলজি/জিওফিজিক্স বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
০৬ | সহকারী ব্যবস্থাপক (হার্ডওয়্যার/সফ্টওয়্যার) | ০২ টি। | কম্পিউটার বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
০৭ | সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) | ০২ টি। | মেকানিক্যাল ডিসিপ্লিনে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
০৮ | সহকারী ব্যবস্থাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং) | ০২ টি। | সিভিল ডিসিপ্লিনে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
০৯ | সহকারী ব্যবস্থাপক (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) | ০১ টি। | ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
১০ | সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) | ০১ টি। | এমবিবিএস ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ টাকা |
অন্যান্য শর্তাবলী:
বয়সসীমা – ২৫,০৩,২০২০ খ্রি. তারিখে বয়স:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্র নম্বর: ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৩, তারিখ: ১৯.০৮.২০২১ খ্রি. অনুযায়ী উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স ১৮ (আঠার) হতে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে।
মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ১৮ (আঠার) হতে ৩২ (বত্রিশ) বছরের মধ্যে হতে হবে।
মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এরূপ প্রার্থীর ক্ষেত্রে বয়স ১৮ (আঠার) হতে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে।
বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবাের্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটে লিপিবন্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য করা হবে।
বয়স সংক্রান্ত কোন এফিডেভিট (affidavit) গ্রহণযােগ্য হবে না। চাকরি প্রার্থীর বয়স কম বা বেশী হলে,আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়: ১৬.০১.২০২২ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে। ১৫,০২,২০২২ খ্রি. তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই সম্পন্ন করতে হবে।
শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত (অর্থাৎ ১৮,০২,২০২২ খ্রি. তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত) এসএমএস-এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদন করার পদ্ধতি : চাকরি প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিঃ-এর web address (http://bogmc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপােরেশন (পেট্রোবাংলা)-এর web address (www.petrobangla.org.bd)-এর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র নম্বর: ০৫.১১০.০০০০.০০, ০০.০৮৯.১৪.০১, তারিখঃ ২৯.১২.২০১৪ খ্রি. অনুযায়ী চাকরির আবেদনপত্রের মডেল ফরম অনুসরণে পেট্রোবাংলা কর্তৃক নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে।
উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে Advertisement Instruction for Submitting Application এবং ১০ (দশ) ক্যাটাগরীর পদের জন্য নির্ধারিত application form (আবেদন ফরম)-এর রেডিও বাটন দেখা যাবে। Advertisement-এর রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপন পাওয়া যাবে। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপােরেশন (পেট্রোবাংলা)-এর web address (www.petrobangla.org.bd)এ আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা দেয়া আছে।
ফরম পূরণের পূর্বে প্রার্থী instructions অংশটি download করতঃ প্রতিটি নির্দেশনা ভালভাবে আয়ত্ত করে application form-এর প্রতিটি field-এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণ করে ফরম পূরণ করবে। লাল তারকা চিহ্ন field-সমূহ অবশ্যই পূরণ করতে হবে। ফরমে জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর/জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই দাখিল করতে হবে।
আরও দেখুনঃ
- বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির নিয়োগ ২০২২
- বাংলাদেশ রেলওয়ে নতুন খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ছবি (Photo); আবেদন ফরম (Application Form) সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে, Application ফরমটির Preview দেখা যাবে। Preview-এর নির্ধারিত স্থানে প্রার্থীকে নিদিষ্ট মাপের নিজের রঙিন ছবি scan করে upload করতে হবে। সাদা-কালাে ছবি গ্রহণযােগ্য হবে না। উল্লেখ্য, ছবির আকার হতে হবে ৩০০x৩০০ Pixel JPG Format), কোনভাবেই এর কম/বেশী নয় এবং file size হবে সর্বোচ্চ ১০০ KB, উল্লিখিত মাপের ছবি না হলে, আবেদনপত্র বাতিল হবে।
সাইড ভিউ/সানগ্লাসসহ ছবি গ্রহণযোগ্য হবে না। Home Page-এর Help Menuতে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।। স্বাক্ষর (Signature) : application preview-তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে নিজের স্বাক্ষর scan করে upload করতে হবে।
উল্লেখ্য, স্বাক্ষরের আকার হবে ৩০০x৮০ Pixel (JPG Format), কোনভাবেই এর কম বা বেশী নয় এবং file size হবে সর্বোচ্চ ৬০ KB, উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থীর নির্দিষ্ট মাপের স্বাক্ষর না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ঘােষণা (Declaration) : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (Application Form) ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য।
পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা ঝো নিয়মের আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং ভবিষ্যতে পেট্রোবাংলা কর্তৃক তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
এসএমএস পাঠানাের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনামতে ছবি এবং signature upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র submission সম্পন্ন হলে, কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে, প্রার্থী একটি User ID-সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি applicant’s copy পাবে।
উক্ত applicant’s copy প্রার্থীকে প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করতে হবে। applicant’s কপিতে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে টেলিটক বাংলাদেশ লিঃ কর্তৃক এসএমএস-এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা (অফেরৎযােগ্য) জমা দিতে হবে।
প্রথম SMS: BOGMC User ID লিখে send করুন ১৬২২২ নম্বরে।
Example: Reply with verification. Applicant’s Name, Post name, text as per BOGMC, and generation of a PIN. Tk. 500.00 will be charged as an application fee. Your PIN is (8 digit number) 12345678.
দ্বিতীয় SMS: BOGMCyesPIN লিখে send করুন ১৬২২২ নম্বরের।
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Example: BOGMC YES 12345678 Reply: Congratulation Applicant’s Name, payment completed successfully for BOGMC Application for xXXXXXXXXXXX User ID is (XXXxxx) and password (XXXXXX). “বিশেষভাবে উল্লেখ্য, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submission করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোন অবস্থাতেই গ্রহণ করা হবে না।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bogmc.teletalk.com.bd অথবা বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপােরেশন (পেট্রোবাংলা)-এর ওয়েবসাইটে (www.petrobangla.org.bd) এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।
online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু’র নাম ইত্যাদি তথ্যসংবলিত প্রবেশপত্র প্রার্থী download-পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙিন) কয়ে নিবেন।
প্রার্থী এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে, মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। (জ) শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User” ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন। User ID জানা থাকলে, BOGMC HelpUserUser ID & sent to 16222,
পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Example: BOGMC HELP USER ABCDEF PIN নম্বর জানা থাকলে, BOGMC HelpPINPIN No. & send to 16222, Example: BOGMC HELP PIN 12345678 ৪। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার নােটিশ প্রার্থীর মােবাইলে SMSএর মাধ্যমে এবং পেট্রোবাংলার ওয়েবসাইট (WWW.petrobangla.org.bd) এবং পেট্রোবাংলার নােটিশ বাের্ডের মাধ্যমে জানানো হবে।
গ্রহণযােগ্য চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ১:৫ অনুপাতে অর্থাৎ ১টি পদের বিপরীতে সর্বাধিক ৬জন প্রার্থীকে সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। তবে, লিখিত পরীক্ষায় একই নম্বর প্রাপ্ত একাধিক প্রার্থী হলে, তাদেরও সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অহিনি করা হবে।
প্রার্থীদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা গ্রহণকালে নির্ধারিত আবেদন ফরমে সংশ্লিষ্ট প্রার্থীর উল্লিখিত তথ্য প্রমাণের জন্য : BOGMC M27313 and send to 16222 আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্রাদি/সার্টিফিকেট মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণকারী সংশ্লিষ্ট কমিটি/কর্তৃপক্ষের নিকট উপস্থাপন/জমা দিতে হবে।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে)-এর সকল মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবং এর সকল কপি (এক সেট) জমা দিতে হবে; সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম ও তদুর্ধ্ব গ্রেডভুক্ত (প্রথম শ্রেণি) কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সাটিফিকেট; ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান, পৌরসভা/সিটি করপােরেশন-এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সাটিফিকেট ; প্রার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্ম নিবন্ধন সনদপত্র (প্রার্থী কর্তৃক চাকরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হবে)।
পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীর পিতা/মাতা এবং পিতা-মাতার পিতামাতা মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধা হিসেবে বিবেচিত হবেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র সংখ্যা-০৩,০৭৭.০১.০৪৬.০০.০৪.২০১০-৩৫৬, তারিখ: ০৭.১১.২০১০ খ্রি. মোতাবেক যীদের নাম মুক্তিবার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছিল; অথবা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছিল; অথবা যাঁরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত সনদপত্র (certificate) গ্রহণ করেছেন।
এছাড়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র নম্বর-৪৮,০০,০০০০,০০৩,২৫,০১৯,২০,৮৭৫, তারিখ: ১৮.১০.২০২০ খ্রি, অনুযায়ী উক্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) সংরক্ষিত/প্রদর্শিত যে কোন একটি প্রমাণ থাকলে, তা সঠিক ও গ্রহণযােগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার মূল সনদপত্র প্রদর্শন এবং এর সত্যায়িত কপিসহ চাকরি প্রার্থী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান বা পৌরসভা/সিটি করপোরেশন-এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রদর্শন ও কপি জমা দিতে হবে।
চাকরি প্রার্থী একজন প্রতিবন্ধী এ মর্মে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট অফিস অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান বা পৌরসভা/সিটি করপােরেশন-এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রদর্শন ও কপি জমা দিতে হবে। ‘0 Level’ এবং ‘A Level’ পাস প্রার্থীর ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সাটিফিকেট (Equivalent Certificate) এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে দেশের শিক্ষা মন্ত্রণালয়/সংশ্লিষ্ট কোন বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) থেকে ইস্যুকৃত সমমান সাটিফিকেট (Equivalent Certificate) মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন এবং এর কপি দাখিল করতে হবে।
পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন এবং এর কপি দাখিল করতে হবে; সকল সার্টিফিকেট/রেকর্ডপত্র সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত (প্রথম শ্রেণি) কর্মকর্তা কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে; এ নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৪.১০.২০১৮ খ্রি. তারিখের পরিপত্রে (নম্বর-০৫.০০.০০০০.১০.১১.০৭.১৮ ২৭৬) প্রদত্ত সরকারি বিধিনির্দেশ মোতাবেক মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।
যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক নহেন, এরূপ কোন ব্যক্তিকে বিবাহ করে থাকেন বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন, তা হলে তিনি আবেদনের অযােগ্য বিবেচিত হবেন।অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিততুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে সরাসরি বাতিল বলে গণ্য হবে।
কোন প্রার্থীর নিয়ােগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য-উপাত্ত মিথ্যা বা অসত্য বা অমিল প্রমাণিত হলে, নিয়ােগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।
কোন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করলে, তার সকল আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে। চাকরি প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল/অকাকর করার এবং পদের সংখ্যা হ্রাসবৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে।
এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। উপরে উথে কথা হয়নি এমন ক্ষেত্রে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপােরেশন (পেট্রোবাংলা)-এর কর্মচারী চাকরি প্রবিধানমাল-এর বিধানাবলী এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযােজ্য হবে।
বিস্তারিত
আমাদের ওয়েব সাইটে প্রকাশিত কোন চাকরির খবরে যদি আপনার কোন প্রকার প্রশ্ন থাকে বা আরো কোন তথ্য জানার থাকে অথবা আপনার জানা মতে আর কিছু প্রয়োজনীয় তথ্য সংযোজন করা উচিৎ বলে মনে হলে অনুগ্রহ করে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
আমাদের কে ফেজবুকের মাধ্যমে খুজে পেতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ